NOKIA আনছে ANDROID (Normandy) ২০১৪ সালে

অবশেষে Nokia এতদিনের প্রত্যাশিত Android phone আনছে :lol:  ।
যার কোড name NORMANDY।The Varge এর একটি প্রতিবেদন Nokia এর এই খবরটি পাওয়া গেছে। জানা গেছে এটি asha series এর মত budget phone হবে। এটি অন্য Android phone থেকে কিছুটা ভিন্ন। নকিয়া অবশ্য Microsoft দের কাছে বিক্রি হবার পূর্বে ১০০০০ টা Android Phone order করেছিল যেগুলো এখন এসে গেছে । এটি বর্তমানে পরীক্ষা করা হচ্ছে। বলা হচ্ছে  ২০১৪ সালে এটি বাজারে আসবে। নোকিয়ারা যদি এটি আগে করতো তাহলে হয়ত এদের ১৪ বছরের শীর্ষত আরো কয়েক বছর টিকে থাকতো।
এবার এর ফিচার গুলি দেখে নেই
Screen- 4 inch (16:10)
OS - Android 4.3 or 4.4
Handset Measures - 9.2 mm
Colour - Red,Blue,Black,Yellow,Cyan,Green.



NOKIA এর heavy performance + Android = Best Phone .
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

 
Powered By : Rayhan | RAJOTTO.COM | raihan@timepass.com
Copyright © 2013. We_Sure - All Rights Reserved
এই ধরণের ব্লগ তৈরী করতে এখনি যোগাযোগ করুন
017-561-561-86 raihan@timepass.com