পরিশ্রম ছাড়া অটোমেটিক ক্লিক করুন।(১ মেগা সফটওয়্যার)

আশাকরি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম অটোক্লিক এর সফ্টওয়্যার। আজ অনেক খুজে বের করে আপনাদের সাথে শেয়ার করছি। শুধু সফ্টওয়্যারই নয়; সেই সাথে কিভাবে এটা কাজে লাগাতে হয় তাও বলবো।
প্রথমে নিচের দেওয়া লিংক থেকে মাত্র ১ মেগাবাইটের সফ্টওয়্যারটি ডাউনলোড করে ইনষ্টল করে ফেলুন স্বাভাবিক নিয়মেই।
* কোথায় ক্লিক করতে চান আগে সেটা নির্বাচন করুন (চিত্রে * চিহ্নিত Tree আইকনে)
> এজন্য আপনাকে ১ নং Set Pos এ ক্লিক করে ঐ Tree আইকনে ক্লিক করে কিছুক্ষন মাউজ ওখানেই রেখে দিন (২-৩ সেকেন্ড;ডিসপ্লে না আসা পর্যন্ত)
> ২ নং এ দেখতে পাবেন পজিশন অর্থাৎ মাউস পয়েন্টটা কোথায় ছিল।
> ৩ নং এর Add 2 Script এ ক্লিক করুন।
> এবং ৪ নং - Left mouse click এ ক্লিক করুন।
> ব্যাস কাজ শেষ, দেখেনিন ৬ নং থেকে প্রথম বাটন সেট করা হয়েছে অর্থাৎ F5 প্রেস করলে এই স্ক্রীপটি অটো কাজ করবে। তারমানে আপনি কীবোর্ড থেকে F5 চাপলে অটো Tree আইকনটি সিলেক্ট হবে।
*******************************************
এবার দেখে নিন কিভাবে ডাবল ক্লিক এ রুপান্তর করবেনন।
> আগের কাজটুকু করার পর আবার ১ নং Set Pos এ ক্লিক করে ঐ Tree আইকনে ক্লিক করে কিছুক্ষন মাউজ ওখানেই রেখে দিন (২-৩ সেকেন্ড;ডিসপ্লে না আসা পর্যন্ত)
> ২ নং এ দেখতে পাবেন পজিশন অর্থাৎ মাউস পয়েন্টটা আগের পজিশনে আছে কি না ?
> যদি আগের পজিশনে থাকে তবে ৩ নং- এর Add 2 Script এ ক্লিক করুন। (সামন্য পজিশন পরিবর্তন হলে সমস্যা নাই)
> এবার ৫ নং এ Press Enter এ ক্লিক করুন।
হা হা হা, এবার F5 প্রেস করে দেখুন; পুরো Tree ফাংশনটিতে অটো ডাবল ক্লিক হয়ে রান করছে।
ডাউনলোড কবুন
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

 
Powered By : Rayhan | RAJOTTO.COM | raihan@timepass.com
Copyright © 2013. We_Sure - All Rights Reserved
এই ধরণের ব্লগ তৈরী করতে এখনি যোগাযোগ করুন
017-561-561-86 raihan@timepass.com