সক্রিয় করুন ফেসবুকের নতুন লুক!!!

ফেসবুক আবার একটি বিশাল চমক নিয়ে আসল! ফেসবুক ইন্টারফেসের পরিবর্তন এসেছিল অনেক আগে, যদিও কিছু কিছু পরিবর্তন আনা হয়েছিল। কিন্তু এইবার ফেসবুকে আনা হয়েছে সম্পূর্ণ আলাদা ইন্টারফেস। এখন আপনিও সক্রিয় করতে পারেন ফেসবুকের এই অসাধারণ ইন্টারফেস! কিছু সহজ পদ্ধতি অনুসরণ করে আপনিও এটি উপভোগ করে পারবেন!!! ;)
নিচের পদ্ধতি অনুসরণ করুন, আর কি কি পরিবর্তন আনা হয়েছে জানতে চাইলে এই ভিডিওটি দেখতে পারেন:
Video link- https://www.youtube.com/watch?v=5ss64KfgiKM

আপনার ফেসবুক আকাউন্টে যে ভাবে এই নতুন নিউজফিড সক্রিয় করতে পারবেন:

১. আপনার ফেসবুক আকাউন্টে অবশ্যই Logged In থাকতে হবে।
২. লগইন থাকা অবস্থায় এই লিংকএ প্রবেশ করতে হবে- https://www.facebook.com/about/newsfeed
৩. ঐ পেজের একেবারে শেষে "Try the New Look" বাটনে ক্লিক করুন।
 
৪. কাজ শেষ, আপনি এখন Waiting list এ আছেন। ফেসবুক যত দ্রুত সম্ভব আপনাকে নেটিফিকেশন পাঠিয়ে দিবে, যে আপনার একাউন্টে এটি সক্রিয় হয়েছে।

৫. কিছু দিন অপেক্ষা করুন, দেখবেন ফেসবুক আপনাকে নোটিফিকেশন পাঠিয়ে দিয়েছে!!
*উপভোগ করুন ফেসবুকের এই অসাধারণ লুক!!! :D
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

 
Powered By : Rayhan | RAJOTTO.COM | raihan@timepass.com
Copyright © 2013. We_Sure - All Rights Reserved
এই ধরণের ব্লগ তৈরী করতে এখনি যোগাযোগ করুন
017-561-561-86 raihan@timepass.com