print this page
mobileFB লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
mobileFB লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ফেইসবুক টুইটারে লাইক পড়বে ধুমধাম (100% working)

ফেইসবুক পেজে লাইক বাড়াতে কে না চায়? তাই এই বিষয়ে বেশ জোরেশোরেই গবেষনা চালাচ্ছিলাম। গত পোষ্টে একটা কাযর্কর সাইটের নাম দিয়ে ছিলাম। আজ আবার আরেকটা পেলাম। ফালতু মনে করলে ব্যবহার কইরেন না, আমার তাতে ক্ষতি হবে না, তবে আমি কিন্তু কয়েক সপ্তাহ ব্যবহার না করে রেফারেন্স দেই না।
এই পেইজে রেজিষ্ট্রেশন করেন । এবং বামের মেনুগুলিতে লাইক দিতে থাকুন দেখবেন ডানে উপরের বারে আপনার পয়েণ্ট বাড়তে থাকবে। ঐ পয়েন্টকে ব্যবহার করতে হলে বামের মেনুতে দেখুন Add Page/Site এ গেয়ে আপনার ফেবু পেজটি add করে নিন । CPC ৬ বা ৭ বা ৮ দিয়ে নিন এবং Country বাংলাদেশ সিলেক্ট করে মজা দেখতে থাকুন। আর হ্যা প্রতিদিন ২০ টি বেশী ক্লিক করলে আপনি Daily Bonus  পাবেন ১৫০ পয়েন্ট।
1 মন্তব্য(গুলি)

যারা ইন্টারনেট মোবাইল ও ফেবুর অতিমাত্রায় আসক্তির জন্য পড়ালেখা করা দুষ্কর হয়ে গেছে অথবা পড়ালেখায় প্রবলেম করছে বলে মনে করছেন তাদের জন্য আমার এই টিউন…

অনেক দিন পর টিউন করতে আসলাম... সবাইকে আমার সালাম... আসসালামুয়ালাইকুম অয়া রাহমাতুল্লাহ...। বিজয়ের মাসে সবাইকে জানাই আমার বিজয়ের রক্তিম শুভেচ্ছা...
প্রায় ব্যস্ত থাকার কারনে আগের মত টেকটিউনসে আসতে পারিনা। যাইহোক কাজের কথায় আসি...।
আপনি যদি পড়ালেখায় মনযোগী হতে চান তাহলে আমার কিছু ট্রিপ্স অনুসরন করে দেখতে পারেন । আর এই জন্য পড়া লেখার আগে আপনাকে একঘন্টার একটা প্রস্তুতি নিতে হবে।
আপনি যেহেতু একজন স্টুডেন্ট সেহেতু আপনার আপাদত প্রধান উদ্দেশ্য হচ্ছে পড়া লেখা করা। আর যাই করেন না কেন আপনার সবই পড়ালেখাকে কেন্দ্র করে আবর্তিত হতে হবে...
    পড়ালেখার এক ঘণ্টাপূর্ব প্রস্তুতিসমুহঃ
  • ১. পড়ালেখার এক ঘণ্টা আগে আপনার প্রয়োজনীয় কাজগুলো সেরে নিন।
  • ২. তারপর ইন্টারনেট এ আসুন, টেকটিউনস চেক করে নিন। কি টিউন আসলো দেখে নিন। ভাল লাগলে প্রিয়তে রেখে চলে যান। (পড়ালেখার পর সময় করে পড়ে নিবেন)
  • ৩. তারপর ফেবুতে আসেন। কারও সাথে একটু চ্যাট করে নিতে পারেন। স্ট্যাটাস ও ফটো আপলোড কোনটাই দিবেন না। তাহলেই সব প্ল্যান মাঠে মারা যাবে। কিছুক্ষন ব্রাউজ করুন আদাঘন্টার মধ্যে টেকটিউনস ও ফেবু এক্সিট করুন।
  • ৪. কম্পিউটারটা অফ করে দেন।
  • ৫. যাদের সাথে আপনার ফোনে কথা বলা দরকার তাদের সবার সাথে দশ মিনিটে কথাবার্তা সেরে নিন। মোবাইল থেকে নেট ইউস করলে সাইলেন্স করে একটু চোখের আড়ালে রাখেন। যদি পারেন ভাইবেরেশনও বন্ধ করে দিতে পারেন।
  • ৬. তারপর একটা কাগজ বা নোট প্যাডে আপনার পড়ালেখার একটা শিডিউল নোট করেন... যাতে লেখাপড়ায় আপনার একাগ্রতা বৃদ্ধি পায়।
    আপনার দরকার ও শিডিউল অনুসারে পড়ুন ।
  • ৭. পিসি খোলা রাখা খুব একান্ত জুরুরী হলে পড়তে পড়তে অপ্রয়োজনীয় ভাবে মনিটরের দিকে তাকানো থেকে বিরত থাকুন।
পড়ালেখা শেষ করে প্রশান্ত মন নিয়ে টেকটিউনসে, ফেবুতে এসে যান... টেকটিউনসর ফেবুর পক্ষ থেকে আপনাকে স্বাগতম । আপলোড, স্ট্যাটাস , পোস্ট করে শেয়ার করুন... আমরা তো লাইক দেয়ার জন্য আছি।।
উপরের ট্রিপ্সগুলো এই ভাবে পাঁচ দিন এপ্লাই করেন... দেখবেন ফেবু টেকটিউনস মোবাইল আপনার সাথে দুশমনি করবেনা। বরণ ভালো বন্ধু হয়ে যাবে...
পোস্টটা কেমন হল জানি না ... তবে আমি আমার এই ট্রিপ্স গুলো এপ্লাই করে ভালই সুফল পাচ্ছি... আপনারাও ট্রাই করেন... আর হ্যা... কোন প্রকার মস্তিস্ক চাপ নিয়ে পড়ালেখা করা মটেই উচিত নয়, এই ক্ষেত্রে আপনি আপনার প্রবলেম পারসনাল ডাইরিতে লিখে রাখতে পারেন... অথবা একটা কাগজে বার বার লিখে পুডে পেলতে পারেন..
1 মন্তব্য(গুলি)

ফেসবুক হ্যাকিং থেকে নিজেকে বাঁচাতে জানা টিপস পুনরায় জেনে নিন …

আমাদের প্রত্যেকের কাছেই ফেসবুক আইডিটা অনেক আপন এবং অনেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ধরুন, একদিন সকালে ঘুম থেকে উঠে ফেসবুকে লগিন করলেন। কিন্তু কোনমতেই লগিন করতে পারছেন না। আপনার আর বুঝতে অসুবিধা নেই যে আপনার একাউন্ট হ্যাকিং এর শিকার। তাই এরকম আকস্মিক হ্যাকিং থেকে বাঁচতে প্রয়োজন কিছু বিষয় জানা এবং তা মানা । আজ আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব। আশা করি এসব মেনে চলেন আপনার ফেসবুক আইডি হ্যাকিং থেকে বাঁচবে। চলুন জেনে নেই আজকের গরম গরম টিপস :-
ফেসবুক
  • কখনই, কোনমতেই পাসওয়ার্ড শেয়ার করা থেকে বিরত থাকুন। এমনকি আপনার পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথেও পাসওয়ার্ড বলা থেকে দূরে থাকুন।
  • ব্রাউজারে সবসময় Secure Connection অবস্থায় ফেসবুক ব্রাউজ করুন।
  • ফেসবুকে কোন অবস্থায় বিভ্রান্তিকর লিঙ্কে ক্লিক করবেন না। আমি এ বলছিনা যে, লিঙ্কে ক্লিক করার উপর ১৪৪ ধারা জারি করুন। আমি বলছি, আপনার কাছে বিভ্রান্তিকর/অপ্রয়োজনীয় লিঙ্ক থেকে বিরত থাকুন। হ্যাকাররা বিভিন্ন লিঙ্কের মাধ্যমে আইডি হ্যাকিং করে থাকে।
  • Unauthorized Apps ব্যবহার করা থেকে বিরত থাকুন।
  • আপনার একাউন্টে Secondary Email অর্থাৎ দুইটি ইমেইল ব্যবহার করবেন। কারণ কোন কারণে আপনার ফেসবুক হ্যাক হলে আপনার দেয়া দ্বিতীয় ইমেইলে প্রয়োজনীয় তথ্য ফেসবুক পাঠিয়ে দিবে। যার মাধ্যমে আপনার আইডি পুনরুদ্ধার করবে।
  • আপনার ব্যক্তিগত তথ্য, ইমেইল, মোবাইল নম্বর এসব অপরিচিত ব্যক্তিদের সাথে শেয়ার করা থেকে বিরত থাকুন। এধরনের তথ্য ফেসবুকে দিলে তার Privacy কখনই Public করে রাখবেননা।
  • আপনার পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করুন। সবসময় ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করবেন অর্থাৎ  সহজে অনুমান করা যায় এমন পাসওয়ার্ড, পাসওয়ার্ড হিসেবে আপনার মোবাইল নম্বর ব্যবহার, ছোট পাসওয়ার্ড ব্যবহার করবেননা। নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করা বিরক্ত মনে করলে চলবেনা। এটি অধিক গুরুত্বপূর্ণ একটি কাজ।
বিষয়গুলো আমাদের সবারই প্রায় জানা। তবে সেগুলো আমরা সাধারণত মানিনা। ফেসবুকের আইডি সুরক্ষিত রাখতে আমাদের উচিৎ এসব বিষয় লক্ষ্য রাখা
0 মন্তব্য(গুলি)

এবার Facebook চ্যাট করুন মোবাইলের Opera ও UC ব্রাউজার দিয়ে

আস্-সালামু আলাইকুম! আশা করি আপনারা সবাই ভালো আছেন। 
আমি আজ আপনাদের সাথে কিভাবে মোবাইলের Opera UC ব্রাউজার দিয়ে Facebook চ্যাট করা যায় সে বিষয় টা শেয়ার করব। এর জন্য আপনাকে যা করতে হবে তা হলো। প্রথমে আপনার মোবাইল ব্রাউজার টি ওপেন করুন। তারপর এড্রেস বার-এ গিয়ে নিচের এড্রেস টি লিথুন।

http://touch.facebook.com/buddylist

নোট: যদি আপনার ফেসবুক  লগইন করা না থাকে তাহলে  username and password চাইবে, আপনি সেগুলো সঠিকভাবে দিয়ে লগইন করুন।
ব্যাস! সাথে সাথে আপনি আপনার অনলাইনে থাকা ফেন্ডদের লিস্ট দেখতে পাবেন।
এই পদ্বতির বিশেষ সুবিধা টি হলো, আপনি একই ব্রাউজারে, একসাথে বন্ধুদের সাথে ফেসবুক চ্যাট করতে পারবেন। পাশাপাশি নতুন ট্যাব খুলে অন্যান্য পেজসমূহও ব্রাউজ করতে পারবেন।
কিছু প্রাসঙ্গিক কথা: যেহেতু Opera তে বাংলা সাপোর্ট করে সেহেতু আপনি চাইলে এখানে বাংলাতে ও চ্যাট করতে পারবেন। যদি আপনার ব্রাউজারে বাংলা সাপোর্ট না করে তাহলে নিচের নিয়মাবলী অনূসরন করুন।
প্রথমে আপনার ব্রাউজারের এড্রেস বার-এ গিয়ে লিখুন opera:config   তারপর Go- তে ক্লিক করুন। পেজ লোডিং হলে, পেজের একেবারে নিচের অংশে যান। তারপর “Use bitmap…” এর  “No” কে “Yes” করে দিন। তারপর নিচের Save এ ক্লিক করুন।
ব্যাস আপনার কাজ শেষ। এবার আপনার ব্রাউজারে বাংলা সাপোর্ট করবে। তবে হ্যা! এই সিস্টেম টা শুধুমাত্র opera-7 ভার্সন অথবা তার নিচের ভার্সন গুলোর ক্ষেত্রে প্রয্যোজ্য। অবশ্য উপরের ভার্সন গুলোতে ও করা যায়। তবে সেটা একটু ব্যতিক্রমী ও দীর্ঘ প্রণালীর বিধায় এখানে উল্লেখ করতে পারলাম না।
সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।
1 মন্তব্য(গুলি)
 
Powered By : Rayhan | RAJOTTO.COM | raihan@timepass.com
Copyright © 2013. We_Sure - All Rights Reserved
এই ধরণের ব্লগ তৈরী করতে এখনি যোগাযোগ করুন
017-561-561-86 raihan@timepass.com