গেমিং হাউজ(পর্ব-৫) Moto GP 13 (PC)

এর ডেমো জুন মাসের ১২ তারিখে রিলিজ হওয়ার কথা থাকলেও তা প্রকাশ করা হয় ১৬ তারিখে। প্লেস্টেশন ৩ এর ও ১২ তারিখে রিলিজ হওয়ার কথা থাকে কিন্তু রিলিজ হয় ১৯ তারিখে :( এটি তেমন বিশেষ কোনো গেম না ছোট একটি মোটামুটি গেম তাই এর সম্পর্কে অত বিস্তারিত লেখাও সম্ভব নয়! এটি আপনি সিঙ্গেল প্লেয়ার,মাল্টিপ্লেয়ার এবং মাল্টিপ্লেয়ার অনলাইনে খেলতে পারবেন :) এটি মুক্তি পেয়েছে উইন্ডোজ,প্লেস্টেশন ভিটা,প্লেস্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০ এর জন্য। এটিকে একটি সিমুলেটর ও বলা যেতে পারে! এখানে Grand Prix, World Championship, Career এবং Time attack ভিন্ন ভিন্ন মোড রয়েছে।
এখানে আপনি প্র্যাক্টিস ও করতে পারবেন :D এখানে আপনাকে পয়েন্ট সংগ্রহ করতে হবে। আপনার জন্য রয়েছে এখানে ৪০ জিপি লেভেল।আমার সব গুলো পার করা শেষ। তেমন একটা কঠিন গেম নয় এটি :mrgreen:
http://driversnest.com/images/MotoGP-13-guides-to-solve-issues.jpg

বিস্তারিতঃ

নির্মাতাঃ
মাইলস্টোন
প্রকাশকঃ
PQube
ধরনঃ
মটরসাইকেল রেসিং সিমুলেটর
মোডঃ
সিঙ্গেল,মাল্টি,মাল্টি অনলাইন
প্ল্যাটফর্মঃ
পিসি,পিএস৩,পিএসভিটা,এক্সবক্স৩৬০

কমপক্ষে কনফিগারেশন থাকা চাইঃ

* Operating System: Windows XP / Windows Vista / Windows 7
* Processor: Intel Dual Core @ 2.4 GHz or higher
* Memory: 1 GB of RAM (2 GB for Vista & Win 7)
* Graphics Card: 512 MB (Nvidia GeForce 7900) Pixel Shader 3.0
* Hard Disk: 14 GB free disk space
* Sound Card DirectX® compatible
* DirectX® 9.0

উপরোক্ত কনিফাগারেশন না থাকলে গেমটি খেলতে পারবেন না.....

ভালোভাবে খেলতে হলেঃ

OS: Windows®XP™ SP2, Windows®Vista™, Windows®7, Windows®8
Processor: Intel™ Core 2 Duo / AMD™ Athlon 64 X2 or higher.
Memory: 4 GB RAM
Hard Disk Space: 7 GB HD space
Video Card: NVIDIA® GeForce™ 9000 series or higher, AMD® Radeon™ HD4000 series or higher (it must be able to manage Pixel Shader 3.0) with at least 1GB of display memory.
Additional: Broadband Internet connection
স্ক্রীনশটসঃ
http://megagames.com/sites/default/files/game-images/MotoGP%2013%201.jpg
http://www.pcgames.de/screenshots/original/2013/06/MotoGP_13_PS3__4_-pc-games.jpg
http://i1-games.softpedia-static.com/screenshots/MotoGP-13-Top-Riders-Pre-Order-Trailer_1.jpg
http://thevitalounge.net/wp-content/uploads/2013/06/2013-06-28-220458.jpg
http://i1.minus.com/ibe6CVFgsrqsdS.jpg
http://www.abc.net.au/abc3/goodgamesp/img/20130727_moto_512.jpg
http://www.teamvvv.com/assets/js/ckeditor/kcfinder/upload/images/906531_321175531342269_356240373_o.jpg
http://itfgaming.s3.amazonaws.com/2013/07/MGP-13-2.jpg

ডাউনলোড লিঙ্কঃ

http://kickass.to/motogp13-reloaded-t7536076.html
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

 
Powered By : Rayhan | RAJOTTO.COM | raihan@timepass.com
Copyright © 2013. We_Sure - All Rights Reserved
এই ধরণের ব্লগ তৈরী করতে এখনি যোগাযোগ করুন
017-561-561-86 raihan@timepass.com