print this page
mblnet লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
mblnet লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ফ্রি ইন্টারনেট চালান গ্রামীণফোন সিম দিয়ে (2G+3G)

আবার হ্যাক হল গ্রামীণফোন ইন্টারনেট। কয়েক মাস আগেও আমরা জিপি ইন্টারনেট ব্যবহার করেছি ফ্রি তে, কিন্তু পরে তা বন্ধ হয়ে যায়, পুনরায় জিপি ইন্টারনেট হ্যাক হল। আবার তা থ্রি-জি ইন্টারনেট এও কার্যকর।
প্রথমে নিচের লিঙ্ক টি থেকে প্রক্সি সফটওয়্যার টি ডাউনলোড করে ইনস্টল কুরুন।
Download From Here
এবার সফটওয়্যার টি ওপেন করে Tools এ গিয়ে Option সিলেক্ট করুন

Option ওপেন হলে Connection এ গিয়ে Proxy Setting Manual সিলেক্ট করে নিচের ইনফর্মেশন গুলো লিখুন।
Host: 98.255.67.150
Port: 27977

এবার Ok করে সফটওয়্যার টি Close করুণ এবং পুনরায় চালু করে Play বাটন সিলেক্ট করে শুরু করুণ ফ্রি browsing।
[Note: আপনার সিম এ যেকোনো একতা থ্রি-জি package চালু রাখবেন এবং সিম এ কোনো টাকা রাখবেন না, সফটওয়্যার টি চালু থাকা অবস্থায় browsing এবং ডাউনলোড করলে আপনার package থেকে ইন্টারনেট কাটবে না।]
0 মন্তব্য(গুলি)

যারা ইন্টারনেট মোবাইল ও ফেবুর অতিমাত্রায় আসক্তির জন্য পড়ালেখা করা দুষ্কর হয়ে গেছে অথবা পড়ালেখায় প্রবলেম করছে বলে মনে করছেন তাদের জন্য আমার এই টিউন…

অনেক দিন পর টিউন করতে আসলাম... সবাইকে আমার সালাম... আসসালামুয়ালাইকুম অয়া রাহমাতুল্লাহ...। বিজয়ের মাসে সবাইকে জানাই আমার বিজয়ের রক্তিম শুভেচ্ছা...
প্রায় ব্যস্ত থাকার কারনে আগের মত টেকটিউনসে আসতে পারিনা। যাইহোক কাজের কথায় আসি...।
আপনি যদি পড়ালেখায় মনযোগী হতে চান তাহলে আমার কিছু ট্রিপ্স অনুসরন করে দেখতে পারেন । আর এই জন্য পড়া লেখার আগে আপনাকে একঘন্টার একটা প্রস্তুতি নিতে হবে।
আপনি যেহেতু একজন স্টুডেন্ট সেহেতু আপনার আপাদত প্রধান উদ্দেশ্য হচ্ছে পড়া লেখা করা। আর যাই করেন না কেন আপনার সবই পড়ালেখাকে কেন্দ্র করে আবর্তিত হতে হবে...
    পড়ালেখার এক ঘণ্টাপূর্ব প্রস্তুতিসমুহঃ
  • ১. পড়ালেখার এক ঘণ্টা আগে আপনার প্রয়োজনীয় কাজগুলো সেরে নিন।
  • ২. তারপর ইন্টারনেট এ আসুন, টেকটিউনস চেক করে নিন। কি টিউন আসলো দেখে নিন। ভাল লাগলে প্রিয়তে রেখে চলে যান। (পড়ালেখার পর সময় করে পড়ে নিবেন)
  • ৩. তারপর ফেবুতে আসেন। কারও সাথে একটু চ্যাট করে নিতে পারেন। স্ট্যাটাস ও ফটো আপলোড কোনটাই দিবেন না। তাহলেই সব প্ল্যান মাঠে মারা যাবে। কিছুক্ষন ব্রাউজ করুন আদাঘন্টার মধ্যে টেকটিউনস ও ফেবু এক্সিট করুন।
  • ৪. কম্পিউটারটা অফ করে দেন।
  • ৫. যাদের সাথে আপনার ফোনে কথা বলা দরকার তাদের সবার সাথে দশ মিনিটে কথাবার্তা সেরে নিন। মোবাইল থেকে নেট ইউস করলে সাইলেন্স করে একটু চোখের আড়ালে রাখেন। যদি পারেন ভাইবেরেশনও বন্ধ করে দিতে পারেন।
  • ৬. তারপর একটা কাগজ বা নোট প্যাডে আপনার পড়ালেখার একটা শিডিউল নোট করেন... যাতে লেখাপড়ায় আপনার একাগ্রতা বৃদ্ধি পায়।
    আপনার দরকার ও শিডিউল অনুসারে পড়ুন ।
  • ৭. পিসি খোলা রাখা খুব একান্ত জুরুরী হলে পড়তে পড়তে অপ্রয়োজনীয় ভাবে মনিটরের দিকে তাকানো থেকে বিরত থাকুন।
পড়ালেখা শেষ করে প্রশান্ত মন নিয়ে টেকটিউনসে, ফেবুতে এসে যান... টেকটিউনসর ফেবুর পক্ষ থেকে আপনাকে স্বাগতম । আপলোড, স্ট্যাটাস , পোস্ট করে শেয়ার করুন... আমরা তো লাইক দেয়ার জন্য আছি।।
উপরের ট্রিপ্সগুলো এই ভাবে পাঁচ দিন এপ্লাই করেন... দেখবেন ফেবু টেকটিউনস মোবাইল আপনার সাথে দুশমনি করবেনা। বরণ ভালো বন্ধু হয়ে যাবে...
পোস্টটা কেমন হল জানি না ... তবে আমি আমার এই ট্রিপ্স গুলো এপ্লাই করে ভালই সুফল পাচ্ছি... আপনারাও ট্রাই করেন... আর হ্যা... কোন প্রকার মস্তিস্ক চাপ নিয়ে পড়ালেখা করা মটেই উচিত নয়, এই ক্ষেত্রে আপনি আপনার প্রবলেম পারসনাল ডাইরিতে লিখে রাখতে পারেন... অথবা একটা কাগজে বার বার লিখে পুডে পেলতে পারেন..
1 মন্তব্য(গুলি)

কোন নেট সেটিং ছাড়া ফ্রী নেট চালান ৪টি সিমে(জিপি ,বাংলালিংক, এয়ারটেল, টেলিটক) গিগা টিউন

আসসালামুআলাইকুম , অনেকদিন ধরে টিউন লেখবো লেখবো করে হয়ইনা , তাও লেখতে বসে গেলাম … আসা করছি সবাই ভাল আছেন , আর কথা না বাড়িয়ে মুল টিউনে চলুন।
এই ট্রিক শুধু জিপি ,বাংলালিংক, এয়ারটেল, টেলিটক এ হবে ।এটা ইউস করতে কোন নেট সেটিং করা লাগবে না ।নকিয়া ডুয়াল সিম ও সহ সকল মোবাইলে হবে
অফিসিয়াল সেটিং দিয়ে চালাতে পারবেন নিচে থেকে অপেরা টা ডাউনলোড করুন । তারপর অপেরা ইনস্টল করার সময় enorr দেখালা acepet দিন । address bar এ 0.facebook.com এ যান । এই অপেরা দিয়ে অন্য সাইটে অথবা এডড্রেস যেতে ফেসবুকের কোন পোষ্টে গিয়ে যে সাইটে যেতে চান তার লিংক দিন এরং লিংক ক্লীক দিয়ে contiune যেতে পারবেন । অন্য সাইটে গেলে back দিবেন না এতে পরে enorr দেখাবে।

Opera Download

জিপি সিম দিয়ে bookmark এর ফেসবুক গিয়ে ছবি দেখে ফেসবুক চালাতে পারবেন ।তাছাড়া অন্য সিম ব্যবহারকারি 0.facebook.com এর m.facebook.com গিয়ে ছবি দেখে চালাতে পারবেন
অপেরা ৪ দিয়ে ডাউনলোড হবে না । তাই অপেরা দিয়ে ডাউনলোড করতে পারবেন । বড় ফাইল ডাউনলোড করতে www.soloxy.comঅথবা www.highwayproxy তে যান
0 মন্তব্য(গুলি)

রবি সিম দিয়ে আনলিমিটেড ফ্রী নেট চালান আপনার Android এ without limit(আপডেট)

অনেক দিন পর আবার ফ্রী নেট নিয়ে একটি পোস্ট করলাম ... যদি আপনারা আমার পোস্ট টি পড়ে সফল হন ,তাহলেই আমার স্বার্থকতা । তো এবার কাজের কোথায় আশা যাক
রবির ফ্রী নেট চালানোর জন্য আপনাকে নতুন করে কোনও অ্যাক্সেস পয়েন্ট খুলতে হবে না ....
1. প্রথমে আপনাকে 2.5 টাকা দিয়ে একটি 1MB এর প্যাকেজ কিনতে হবে আপনি চাইলে আর বেশি দিয়ে কিনতে পারেন , তবে লাভ নেই
কেননা প্রতি বার কানেক্ট করার পর যদি আবার ডিসকানেক্ট হয়ে যায় তাহলে আপনি 20MB কিনলেও টা থাকবে না তা ভেনিস হয়ে  যাবে ...
তাই আমি 1MB কিনতে বলব । 1MB কিনতে *8444*14# ডায়াল করুন ॥
2.এইবার আপনাকে দুইটি সফ্টওয়্যার ডাউনলোড করতে হবে ...
A)  Open vpn by zealous khokon
B) Setting by zealous khokon
ডাউনলোড হয়ে গেলে open vpn আপনার android ফোনে install দিন
এবার setting by zealous khokon আপনার SD CARD  এর মধ্যে নতুন ফোল্ডার করে রাখুন
setting by zealous khokon টি আনজিপ করুন
এখন ফোনে net connect করে নিন
3. এখন open vpn টি ওপেন করুন  , দেখবেন ডানদিকে  folder এর মত একটি  চিহ্ন আছে , সেটি তে ক্লিক করুন .....
আপনি setting by zealous khokon যেখানে রেখেছেন সেখানে যান  এবং .ovpn সিলেক্ট  করুন ....
দেখবেন সেটি চলে এছেছে ....
এবার  setting by zealous khokon  এ ক্লিক করলেই কানেক্ট হয়ে যাবে .....
(এভাবে আনলিমিটেড browse ও download করতে থাকুন )

0 মন্তব্য(গুলি)
 
Powered By : Rayhan | RAJOTTO.COM | raihan@timepass.com
Copyright © 2013. We_Sure - All Rights Reserved
এই ধরণের ব্লগ তৈরী করতে এখনি যোগাযোগ করুন
017-561-561-86 raihan@timepass.com