কাজেই কোনো ভুল ত্রূটি থাকলে ক্ষমার চোখে দেখবেন ।
আমরা
অনেকেই Format Factory ব্যবহার করে থাকি। এটি অসাধারন একটি Converter যা
দিয়ে প্রায় সব ধরনের ফাইল Convert করা যায়। কিন্তু সেগুল পুরাতন ভার্সন।
আর বর সমস্যা হল নতুন ভার্সন ডাউনলোড করতে গেলে আন্টিভাইরাস ভাইরাস হিসেবে ডিলিট করে দেয়।
আজ আমি আপনাদের Format Factory এর নতুন ভার্সন 3.2 দিচ্ছি যা নিয়ে আর কোনো সমস্যা হবে না।
তবে আন্টিভাইরাস দিয়ে স্ক্যান না দেওয়াই ভাল কারন আবার কোনো সমস্যা হতেও পারে।
কিন্তু তাই বলে এটি কোনো ভাইরাস নয়। আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন ।
আমি নিজেও এটি ব্যবহার করে থাকি ।
Download
আর কোনো সমস্যা হলে Comment কোরে জানাবেন।সবাইকে ধন্যবাদ কষ্ট কোরে টিউন টি পড়ার জন্
একটি মন্তব্য পোস্ট করুন