আমি জানি আমার এই পোস্ট টি পড়ে অনেকেই হাসবেন। নতুন করে হয়তো এই পোস্টটা
কারো হাসির খোরাক হবে। তবে যে যাই কিছু বলেন তাতে আমার কিছু যায় আসে না।
আমি আমার কাজ করবো নির্দিধায়।
আমি একজন ফ্রিল্যান্সার! তবে বেশিদিন যাবৎ না। হয়তো অনেক আগেই হতে পারতাম যদি কারো সহযোগিতা পেতাম। আমার জীবনে ফ্রিল্যান্সিং করার জন্য অনেকের দ্বারে দ্বারে ঘুরেছি, অনেক অনেক অনেক ঘুরেছি। কিন্তু কেউ আমাকে হেল্প করে নাই। যেই কথা গুলো আমার মনে পড়লে আজও বুক ফেটে কান্না আসে। কষ্টে এরপর আর কারো কাছে যাই নাই। আল্লাহর রহমতে একা একাই আজকে এতদুর আসছি, সেই মহান আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া যিনি আমাকে একা চলার তৌফিক দিয়েছেন।
আমি জানি আমার মতো এমন দুঃখি আরো অনেকে আছে। আমি তাদের জন্যই আজকের এই পোস্ট টা করবো, যারা অনেক কষ্ট করে লেখা পড়া করেন, নিজেরটা নিজেই চলার চেষ্টা করেন, ছাত্র জীবন থেকেই বাবা মায়ের দুঃখ ঘোচাতে চান ফ্রিল্যান্সিং করে। তাদেরকে আমি বলবো, কারো দ্বারে নয় একা চলতে শিখ দেখবে আল্লা্হই তোমাকে সাহায্য করবে।
আমি একজন ফ্রিল্যান্সার! তবে বেশিদিন যাবৎ না। হয়তো অনেক আগেই হতে পারতাম যদি কারো সহযোগিতা পেতাম। আমার জীবনে ফ্রিল্যান্সিং করার জন্য অনেকের দ্বারে দ্বারে ঘুরেছি, অনেক অনেক অনেক ঘুরেছি। কিন্তু কেউ আমাকে হেল্প করে নাই। যেই কথা গুলো আমার মনে পড়লে আজও বুক ফেটে কান্না আসে। কষ্টে এরপর আর কারো কাছে যাই নাই। আল্লাহর রহমতে একা একাই আজকে এতদুর আসছি, সেই মহান আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া যিনি আমাকে একা চলার তৌফিক দিয়েছেন।
আমি জানি আমার মতো এমন দুঃখি আরো অনেকে আছে। আমি তাদের জন্যই আজকের এই পোস্ট টা করবো, যারা অনেক কষ্ট করে লেখা পড়া করেন, নিজেরটা নিজেই চলার চেষ্টা করেন, ছাত্র জীবন থেকেই বাবা মায়ের দুঃখ ঘোচাতে চান ফ্রিল্যান্সিং করে। তাদেরকে আমি বলবো, কারো দ্বারে নয় একা চলতে শিখ দেখবে আল্লা্হই তোমাকে সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন