১। নিজের পছন্দ অনুযায়ী কাজ করুন :
গ্রাফিকস শেখার প্রথম ধাপে নিজের মনে যা ডিজাইন করতে মন চায় সেটিই করুন। নিজের পছন্দের কোনো কাজ করতে গেলে সেই কাজের প্রতি আলাদা এক ধরণের আকর্ষন থাকে এবং কাজের প্রতি অনেক মনোযোগও থাকে যে কারণে কাজটি করার সময় নিজের মধ্যে কখনোই বিরক্তিভাব থাকেনা এবং কাজটির মানও অনেকটা ভাল হওয়ার সম্ভাবনা থাকে। কাজেই গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রেও নিজের পছন্দ অনুযায়ী ডিজাইন তৈরি করুন এবং অবশ্যই নিজের মনের মত যথাসম্ভব সুন্দর ডিজাইন তৈরি করার চেষ্টা করুন। উজ্জ্বল কালার সমৃদ্ধ অতি অলংকৃত ডিজাইনের প্রতি যদি আপনার বিশেষ আকর্ষণ থেকে থাকে তাহলে সেই অনুযায়ী আপনার পছন্দের ডিজাইনটি তৈরি করার মাধ্যমে আপনার ডিজাইনিং স্কিল বাড়াতে পারেন । অথবা নিজের মনের মত অনেকটা গোছালো, পরিচ্ছন্ন, ভারসাম্যপূর্ণ বা অনেকটা সাদামাটা কালারের অনেক সুন্দর ডিজাইন তৈরি করতে চাইলে সেটিও করতে পারেন।২। গ্রাফিক্স ডিজাইন বিষয়ক লেখা পড়ুনঃ
গ্রাফিক্স ডিজাইন বিষয়ের উপর বিভিন্ন ধরণের অনেক ভাল মানের বই পাওয়া যায়। এই বইগুলোতেও গ্রাফিক্স ডিজাইনের প্রাথমিক জ্ঞান হতে শুরু করে গ্রাফিক্সের বিস্তারিত বিশদভাবে আলোচনা করা হয়। চাইলে এই ধরণের বইগুলো পড়তে পারেন, যা গ্রাফিক্স ডিজাইন শেখার ক্ষেত্রে আপনার জন্য অনেকাংশে সহায়ক হবে । এসব বই অনলাইনে খোজ করলেই প্রচুর পরিমানে পেয়ে যাবেন।অনেক সময় বিভিন্ন ধরণের সংবাদপত্র বা ম্যাগাজিনে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে অনেক তথ্যবহুল আকর্ষণীয় লেখা পাওয়া যায় যা আপনাকে গ্রাফিক্স সম্পর্কে অনেক ভাল ধারণা দিতে পারে । তাছাড়া ইন্টারনেটে অনুসন্ধান করেও আপনি গ্রাফিক্স সম্পর্কে গুরুত্ত্বপূর্ণ তথ্য পাবেন যা আপনার জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। আমি নিজেও সেরকম একটি লার্নিং সেন্টার করেছি। এ লিংক থেকে শিখতে পারবেন, অনেক কিছু। লিংকটি হলোঃ http://creativeit-inst.com/learning_center.php
৩। ফন্ট নিয়ে ভাবুনঃ
যে কোন ডিজাইন সুন্দর হওয়ার পিছনে ফন্ট খুব বড় ভুমিকা রাখে। কোন জায়গাতে কোন ফন্ট বেশি ভাল মানানসই হবে, সেটি নিয়ে ভাবুন। বিভিন্ন ভাল ভাল ডিজাইনের ফন্টগুলো ভাল করে লক্ষ্য করুন। ভাল ভাল ফন্ট নিজের পিসিতে সংরক্ষণ করুন।৪। সৃজনশীল চিন্তাভাবনা :
যে কোনো শিল্পীর কাজই হচ্ছে একেকটি নতুন নতুন ডিজাইন বা নতুন কোনো শিল্পের জন্ম দেয়া । যেমন বুক প্রিন্ট, স্ট্রীট সাইন, মুভি ক্রেডিট ইত্যাদি বিভিন্ন কাজের মাধ্যমে শিল্পীরা নতুন শিল্প রচনার প্রাণপণ চেষ্টা করে থাকেন। একজন ভাল গ্রাফিক্স ডিজাইনারকে সবসময় মাথায় রাখতে হয় কিভাবে তার ডিজাইনকে অনেক গুরুত্ত্ববহ করে তোলা যায়, তার ডিজাইনের মাধ্যমে কিভাবে বিবর্তন ঘটানো যায় এবং আরো অনেক কিছু যা তার উদ্ভাবিত ডিজাইনের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলা যায়। এক্ষেত্রে তার সৃজনশীল দক্ষতাকে বিশেষভাবে কাজে লাগাতে হয় এবং ডিজাইনটি তৈরি করার ক্ষেত্রে তাকে প্রচুর উদ্ভাবনী শক্তির জন্ম দিতে হয় ।
৫। নিজস্ব স্টাইলে কাজ করুন :

অন্য একজনের ভাল মানের কাজ দেখে সেই কাজের প্রতি অনেক ভাল ধারণা পাওয়া যায়, কিন্তু তাই বলে এমন না যে আপনার নিজের কাজের ক্ষেত্রে অন্যের স্টাইল ফলো করতে হবে বা নিজের কাজের মধ্যে অন্যের কাজটিকে প্রতিফলিত করতে হবে । আপনাকে অবশ্যই নিজের ক্রিয়েটিভিটি বা নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সম্পূর্ণ নিজের মত করে কাজ করতে হবে যাতে সবাই দেখে বুঝতে পারে বা জানতে পারে যে এটা আপনার নিজের তৈরি করা ডিজাইন । আপনার অনন্য অসাধারণ কাজের মাধ্যমেই সবার কাছে নিজের দক্ষতার পরিচয় দিতে হবে যাতে অনেকেই আপনাকে কাজ দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতে পারে ।
একটি মন্তব্য পোস্ট করুন