আমরা অনেক ধরনের PPC (Pay par
Click) আয়ের সাথে পরিচিত, যার মধ্যে Google AdSense অন্যতম। Google
AdSense এর সাথে আমরা প্রায় সবাই পরিচিত। আমরা জানি Google AdSense এ কাজ
করার জন্য আপনার একটি ওয়েব সাইট থাকতে হবে। সাথে আর ও থাকতে হবে ভাল মানের
তথ্য, উপাত্য, ভিজিটর এবং ওয়েব সাইটের বয়স হতে হবে কমপক্ষে ৩-৪ মাস।
উপরের
সব কিছু ঠিক থাকলে আপনি পেয়ে যেতে পারেন একটি Google AdSense Account।
এবার শুরু হবে আপনার আয় সেই কাংক্ষিত ওয়েব সাইট থেকে । Google AdSense
Account এ কমপক্ষে $100 USD হলে আপনাকে চেক আর মাধ্যমে টাকা পাঠান হবে যদি
এখন Google AdSense ব্যাংক পেমেন্ট সিস্টেম চালু করেছে। কত দিনে হবে $100
USD? এক দিনে হতে পারে আবার এক যুগে ও না হতে পারে।টাকা পাওয়ার গেরান্টি? হ্যাঁ, তা আছে, কিন্তু আপনার সেই সাধনার Google AdSense Account টি বন্ধ হতে মাত্র কয়েক তা ফেক ক্লিক ই ok. এখানে এই ভুলটুকু হওয়াটা স্বাভাবিক। কিন্তু এই ভুলের মাশুল স্বরুপ হারাতে হতে পারে আপনার শত সাধনার AdSense Account টি। Google AdSense এ সফল হয়েছে এমন লোক সংখ্যা হাতে গুনা। আমরা ওয়েব সাইট তৈ্রি করি কিছূ টাকা আয়ের জন্য আর সেই আশা যদি কয়েক ক্লিকে শেষ হয়ে যায় তো কেমন লাগে? নিশ্চত ভাবে খুব খারাব।
যাক সে কথা মুল বিষয়ে আসি,
আমি প্রথম বারেই সফল হয়েছি। এরা ৫০ EUR তে পেয়েন্ট করে প্রতি মাসের ১৫ তারিখে ক্লিক রেট ও Google AdSense থেকে ভাল। ভাল কেন বলছি? কারণঃ একজন বাংলাদেশী AdSense এর অ্যড এ ক্লিক করলে কন্টেন ভেদে $0.01-$0.20 দেয় কিন্তু মজার বিষয় হলো যে এরা যে কোন ক্লিক এর সর্বনিন্ম 0.08 EUR করে দেয়। একাউন্ট হারানর প্রবনতা অনেক কম। ফেক কোন ক্লিক হলে আপনাকে মেইল করে জানানোন হবে।
এখানে কাজ করতে যা লাগবেঃ
১। 1 ba ekadhik premium domain২। 1 ti UCB ব্যাংক একাউন্ট।\\\\\\\
একটি মন্তব্য পোস্ট করুন