ফটোশপ দিয়ে টেক্সটের মাঝে ইমেজের এফেক্ট দিন !

ফটোশপ দিয়ে ইমেজ কে টেক্সটে রুপান্তর করা যায় এটা অনেকেই জানেন।আজ দেখাবো কিভাবে টেক্সটের মাঝে ইমেজের এফেক্ট দেওয়া যায়।খুব সহজ এটা।একবার চেষ্টা করলেই পারবেন।কাজ শুরুর আগে একটা পার্থক্য দেখে নিনঃ
Text & image effects _ Towfiqপ্রথমে ফটোশপে আপনি যেই ইমেজের এফেক্ট টেক্সটে দিতে চান সেটা Open করুন।আমি লিওনার্দো দ্যা ভিঞ্চির আঁকা বিখ্যাত লাস্ট সাপারের চিত্রটা নিয়েছি।এবার আপনার ওপেন করা ইমেজটির একটি Duplicate  Background তৈরীর জন্য কী-বোর্ডে Ctrl+J বাটন প্রেস করলে দেখবেন ফটোশপের লেয়ার প্যানেলে Layer 1 নামে একটি ডুপলিকেট ব্যাকগ্রাউন্ড তৈরী হয়েছে।
duronto towfiq 01 ps
এবার Layer Panel এ গিয়ে Create a new Layer বাটনে ক্লিক করে Layer 2 নামে নতুন একটি লেয়ার নিন।
duronto towfiq 02 ps
এখন Layer 2 কে Drag করে Layer 1 এর নিচে নামিয়ে আনুন।
duronto towfiq 03 ps
Layer 2 সিলেক্ট করে ফটোশপের Edit মেনু থেকে Fill অপশনে ক্লিক করুন।অথবা কী-বোর্ডে শর্টকাটের জন্য Shift+F5 চাপুন।
duronto towfiq 04 ps
এবার একটি নতুন উইন্ডো আসবে সেখানে Contents Use: White সিলেক্ট করুন।
duronto towfiq 05 ps
Layer Panel এ দেখুন Layer 2 এর ব্যাকগ্রাউন্ড সাদা দেখাচ্ছে।এখন Layer 1 সিলেক্ট করুন।
duronto towfiq 06 ps
এখন Foreground Color: white সিলেক্ট করুন।তারপর Type Tool সিলেক্ট করে আপনার টেক্সট লিখুন।আমি এখানে THE LAST SUPPER লিখেছি।আপনার লেখা টেক্সটে উপযুক্তভাবে ইমেজের ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য কী-বোর্ডে Ctrl+T চেপে মাউস দিয়ে টেক্সটের উপরে-নিচে বা ডানে-বামে টেনেটুনে ঠিকভাবে সেট করুন। সেট করার ঠিক হলে মেনুবারের নিচে টিক চিহ্নতে ক্লিক করুন।
duronto towfiq 07 psText Layer কে Drag করে Layer 1 এর নিচে নিয়ে আসুন।
duronto towfiq 08 ps
কাজ প্রায় শেষ পর্যায়।আর একটুখানি ধৈর্য ধরুন। :) এখন Layer 1 সিলেক্ট করে মেনুবার থেকে Layer মেনু থেকে Create Clipping Mask অপশনে ক্লিক করুন।
duronto towfiq 09 psখেল খতম! আপনার টেক্সটে ইমেজের এফেক্ট পড়েছে :D
duronto towfiq  10  ps
আপনার ইমেজ যত সুন্দর হবে টেক্সটে তার এফেক্টও ততোই আকর্ষনীয় হবে তাই সুন্দর ইমেজ সিলেক্ট করে টেক্সটে বসিয়ে দিন।
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

 
Powered By : Rayhan | RAJOTTO.COM | raihan@timepass.com
Copyright © 2013. We_Sure - All Rights Reserved
এই ধরণের ব্লগ তৈরী করতে এখনি যোগাযোগ করুন
017-561-561-86 raihan@timepass.com