কিভাবে মাত্র ২/৩ টাকায় ঘরে বসেই ইন্ডিকেটর তৈরী করতে পারবেন?

কিভাবে মাত্র ২/৩ টাকায় ঘরে বসেই ইন্ডিকেটর তৈরী করতে পারবেন?
আশাকরি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আজ ছোট্ট একটা মজার টিপস নিয়ে আপনাদের সামনে আসলাম। যদি এটি পূর্বে প্রকাশিত হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমরা বাসা-বাড়ীতে, অফিসে কিংবা কলকারখানায় যেসব এসি সাকিট বোর্ড -এ লাগানো ইন্ডিকেটর দেখতে পাই তা খুবই ভাল জিনিস কারণ কারেন্ট আছে কিনা বুঝা যায়।
আজ তেমনি একটি সাকিট বানাতে শিখব আর তৈরী করতে খরচ মাত্র ২ টাকা।

কালার কোড নিচে দিলাম।

ব্রাউন, ব্লাক, গ্রীন, গোল্ড কালার কোড মানে = ১ মেগা ওহমস রেজিষ্ট্যান্স। আর সাথে ১/২ টাকা দামের এলইডি (লাইট ইমিটিং ডায়োড)।
ব্যস তৈরী হয়ে গেল ইন্ডিকেটর।
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

 
Powered By : Rayhan | RAJOTTO.COM | raihan@timepass.com
Copyright © 2013. We_Sure - All Rights Reserved
এই ধরণের ব্লগ তৈরী করতে এখনি যোগাযোগ করুন
017-561-561-86 raihan@timepass.com