print this page

নিয়ে এলাম হুমায়ুন আহমেদের কিছু জনপ্রিয় বই

নিয়ে এলাম হুমায়ুন আহমেদের কিছু জনপ্রিয় বই
বাংলাদেশের জনপ্রিয় লেখকের মধ্যে হুমায়ুন আহমেদ অন্যতম। তিনি ছিলেন একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, গীতিকার ও নাট্যকার।তিনি নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও আমাদের কাছে বিশেষ ভাবে পরিচিত ছিলেন। হুমায়ুন আহমেদের বিখ্যাত চলচ্চিত্র সমূহ - আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, শ্যামল ছায়া,  আমার আছে জল এবং ঘেটুপুত্র কমলা। তিনি ছিলেন বাংলা সাহিত্য জগতের অন্যতম নক্ষত্র। আজ আমি নিয়ে এলাম উনার সৃষ্টি জনপ্রিয় কিছু বই পিডিএফ আকারে।
  1. শ্যামল ছায়া 2. সে আসে ধীরে 3. শঙ্খনীল কারাগার 4. তন্দ্রাবিলাস 5. তোমাদের এই নগরে
5. রাবণের দেশে আমি ও আমরা 6. নন্দিত নরকে 7. পারাপার 8. পাখি আমার একলা পাখি 8. রুপা
9. নীল অপরাজিতা 10. মিসির আলীর অমিমাংসিত রহস্য 11. মিসির আলীর চশমা 12. ময়ুরাক্ষী
0 মন্তব্য(গুলি)

স্লো হয়ে গেছে আপনার পিসি !!! তাহলে করে নিন নতুনের মতো ফার্ষ্ট!!!ফ্রিতে নিন Advanced System Care, সাথে আছে প্রিমিয়ার Activation Key

স্লো হয়ে গেছে আপনার পিসি !!! তাহলে করে নিন নতুনের মতো ফার্ষ্ট!!!
ফ্রিতে নিয়ে নিন Advanced System Care, সাথে আছে প্রিমিয়ার Activation Key Free !!!!
File Size- 33 MB.
Advanced System Care সফটওয়্যারটি ১৫০ মিলিয়ন কম্পিউটার ইউজার ব্যবহার করে । আপনিও ব্যবহার করে দেখুন ।

আপনার কম্পিউটার কি মারাত্মক স্লো ??? কোন কাজ ই করতে পারছেন না ??
মাত্র তিনটি ট্রিকস্..........এবং ফ্রিতে নিন একটি সফ্টওয়্যার..... লাইসেন্স কী সহ......
সাধারনত তিনটি কারন এর জন্য দায়ী, সেগুলো হলঃ
১) ভাইরাস সমস্যা, অর্থাৎ আপনার কম্পিউটার এ প্রচুর ভাইরাস আছে
২) কম্পিউটার এর ব্যাকগ্রাউন্ড-এ Useless Program Running আছে
৩) আপনার কম্পিউটারটি অনেকদিন Optimize করা হয় নি
এই তিনটি সমস্যার সমাধান পর্যায়ক্রমে আলোচনা করব আমরাঃ
**সমস্যা-১: (ভাইরাস সমস্যা, অর্থাৎ আপনার কম্পিউটার এ প্রচুর ভাইরাস আছে)
সমাধানঃ আপনার কম্পিউটারে একটি ফুল ভাইরাস Scan করুন ।
আপনার যদি কোন অ্যান্টিভাইরাস না থাকে তাহলে আমি avast অ্যান্টিভাইরাস ডাউনলোড করার পরামর্শ দিব । অথবা আপনার পছন্দমতো কোন এন্টিভাইরাস ডাউনলোড করুন এবং সেটাপ দিন।অ্যান্টিভাইরাস দিয়ে আপনার কম্পিউটার Full and Deep Scan দিন ।
**সমস্যা-২: (কম্পিউটার এর ব্যাকগ্রাউন্ড-এ Useless Program Running আছে)
সমাধানঃ Remove করুন Useless Start up Program গুলো্ ।
আপনার Pc Startup list এ যে প্রোগ্রাম গুলো আছে, তা আপনার কম্পিউটার এর স্টার্ট আপ এর গতি স্লো করে । শুধু স্টার্ট আপ এর গতি স্লো করে তাই নয় এগুলো আপনার সিস্টেমকেও স্লো করে । আর আপনার র্যা ম Utilize করতে থাকে । এজন্য Startup program গুলো Remove করতে হবে ।
Startup program remove করতে চাইলে নিম্নোক্ত স্টেপগুলো অনুসরন করুনঃ
Start> run> msconfig > startup ট্যাবে যান> তারপর unchecked করুন যে প্রোগ্রাম গুলো আপনি পিসি চালুর সময় অটোরান না করতে চান ।
**সমস্যা-৩: (আপনার কম্পিউটারটি অনেকদিন Maintenance & Optimization করা হয়নি)
সমাধানঃ অনেক কম্পিউটার ইউজাররা Maintenance & Optimization সম্পর্কে জানেনা । কিন্তু এটা অবশ্যই জানা দরকার ।
আপনার কম্পিউটার এর স্পীড বাড়বে যদি আপনার কম্পিউটার সঠিক ভাবে Optimization করেন ।
আমি আপনাদের যে সফটওয়ার টি ইন্সটল করতে বলব টা হল Advanced System Care Free. এই সফ্টওয়্যারটি আপনার কম্পিউটার-এর যত্ন নিতে সাহায্য করবে । আর আপনাকে কম্পিউটার Optimize করতে সাহায্য করবে ।
প্রথমে Advanced System Care Free ডাউনলোড করুন । সাথে আছে লাইসেন্স কি.... ফ্রি!!!
ডাউনলোড লিংকঃ https://copy.com/E0ADLLpDQ4DO
তারপর ইন্সটল করুন এবং রান করুন। রান করার পর যে উইন্ডো আসবে সেখানে অনেক অপশন আছে, একেক অপশন আলাদাভাবে একেক কাজ করে । আপনি যদি বুঝেন ভাল, না বুঝলেও সমস্যা নাই ।
আপনি “SCAN” এই লেখাটায় ক্লিক করুন। দেখবেন সব অটোমেটিক সমস্যাগুলো ধরে দিবে এবং আপনি এর পর অটো-রিপেয়ার-এ ক্লিক করুন, সব অটোমেটিক সমাধান হয়ে যাবে। Maintenance & Optimization এর কাজ শেষ ।
Advanced System Care সফটওয়্যারটি ১৫০ মিলিয়ন কম্পিউটার ইউজার ব্যবহার করে । আপনিও ব্যবহার করে দেখুন ।
নিজে সুস্থ থাকুন এবং আপনার কম্পিউটারকেও সুস্থ রাখুন ।///
0 মন্তব্য(গুলি)

ডাউনলোড করে নিন ইংলিশ গ্রামার এর উপর ২ টা ছোট PDF ফাইল

আস্ সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহুর রহমতে ভাল আছেন। আমিও ভাল আছি। আমি আপনাদের সামনে ২ টা পি ডি এফ ফাইল শেয়ার করব যা আপনাদের খুব কাজে লাগবে বলে আশা করি।PDF ফাইল ২ টা আসলে ইংলিশ গ্রামার এর কিছু ব্যাবহারের  উপর। এখানে কিছু ব্যতিক্রম উদাহরণ দেওয়া আছে। যে গুলো ভীষণ প্রয়োজনীয় বলে মনে করি। PDF ফাইল ২ টার লিংকঃঃঃঃ
 http://www.solidfiles.com/d/f7116b0f3f/
http://www.solidfiles.com/d/a9145e042f/
এটা আমার প্রথম tune। যে কোন প্রকার ভুলের জন্য অগ্রিম মাফ চেয়ে নিচ্ছি।
ধন্যবাদ।
আল্লাহ্‌ হাফেজ।
0 মন্তব্য(গুলি)

১৬ ডিসেম্বরের ১৬টি গান+বোনাস সম্পূর্ণ একটা এ্যালবাম

বিজয়ের মাসে চাই বিজয়ের গান। আর তাই আজকে আপনাদের জন্য আমার এই আয়োজন “১৬ ডিসেম্বরের ১৬টি গান”। অবশ্য গুগ্লিং করলে আপনারা এ গান গুলো পাবেন,তবে আমি এখানে ডাইরেক্ট লিঙ্ক দিয়েছি।এক ক্লিকেই ডাউনলোড শুরু হবে।তোঁ শুরু করে দিন ডাউনলোড আর শুনতে থাকুন বিজয়ের মাসে বিজয়ের গান।
গানগুলো ডাউনলোড করতে গানের নামের উপর ক্লিক করুনঃ----
জাগরনের গান ১ সম্পূর্ণ.zip    (256.93MB) //
0 মন্তব্য(গুলি)

আইটি বিষয়ক ইবুক এর মেগা কালেকশন সাথে ডাউনলোড লিঙ্ক


আসসালামু আলাইকুম, আপনাদের সকলের জন্য আজকে আমি কিছু দরকারি ইবুক নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আমি কিছু (premium) ওয়েব ডিজাইন এর ইবুক share করব।
নিচে বই গুলোর ডাউনলোড লিংক দেওয়া হল।
১। WordPress for Web Developers   --  Download link here
২। Professional JavaScript for Web Developers, 3rd Edition  -- Download link here
৩। Object-Oriented JavaScript  -- Download link here
৪। Unrealscript game programming cookbook  --- Download link here
৫। Drupal 7 theming cookbook  ---  Download link here
৬। Head First Android Development --- Download link here
আরও premium ইবুক এর জন্য এই লিংক এ একটু ঘুরে আসতে পারেন  www.ansclub.com
0 মন্তব্য(গুলি)

ছবি থেকে ফন্ট খুজে বের করার ছোট্ট একটি টিপস

ডিজাইনার?
ক্লাইন্ট ছবিতে লেখা দেখিয়ে বলছেন ফন্টগুলো দেখতে ঠিক তেমনটিই হতে হবে, কিন্তু ফন্টটি আপনার অচেনা?
তবে কাঙ্খিত ফন্টের নাম কিভাবে খুজে বের করবেন!!!!
খুব সহজেই সেটি করা যায়,
১. প্রথমে http://www.myfonts.com/WhatTheFont/ এই লিঙ্কে যান, ব্রাউজে ক্লিক করে যে ফন্টটির নাম জানা প্রয়োজন সেটির লোকেশন দেখিয়ে দিন তারপর Continue বাটন চাপুন।1
২. এখানে উদাহরণ স্বরূপ Phil লিখাটি আপলোড করলাম।
৩. তারপরের পেজে আসবে ক্যারেক্টার সিলেকশন অপশন, এখানে দেখুন টূলসটি যে যে ক্যারেক্টার অটোম্যাটিক ধরতে পারছে সেগুলোর ছবি উপরে দেয়া এবং এর নিচে ক্যারেক্টারগুলো লিখা আছে। এখানে দেখুন টুলটি শুধুমাত্র P ক্যারেক্টার চিনতে পেরেছে। বাকিগুলো সে সাজেস্ট করছে আপনাকে ফিলআপ করতে কারণ অক্ষরগুলো একসাথে লেগে ছিল।
একটা কথা এখানে বলে রাখা ভাল, যে ফন্টের ছবি আপলোড করবেন চেষ্টা করবেন তার অক্ষরগুলো একটার সাথে আর একটা যেন লেগে না থাকে। ক্যারেক্টার যদি একটার সাথে আর একটা লেগে থাকে তবে সঠিক ফন্টটি খুজে পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। নিচের ছবিতে দেখুন, P অক্ষরটি আলাদা ছিল তাই অটোমেটেড টুলসটি সেটিকে আলাদা রেখেছে, আর বাকি তিনটি অক্ষরের পায়ের কাছে একটার সাথে আরেকটা লেগে আছে তাই সেগুলোর সাজেশন দেখাচ্ছেনা।2
৪. এবার, ক্যারেক্টার সিলেকশন অপশনে টুলটি যে যে ক্যারেক্টারগুলো সঠিকভাবে চিনতে পেরেছে সেগুলো ঠিক রেখে (ছবিতে শুধু P ক্যারেক্টারটি ঠিক রেখেছি) Continue বাটন চাপুন। দেখবেন, আপনার ইমেজের সাথে মিল রেখে অনেকগুলো ফন্টের সাজেশন দেখাচ্ছে। এখানে দেখুন, প্রথম তিনটি ফন্ট দেখতে ছবির ফন্টটির মত নয়, কিন্তু চার নাম্বারটি প্রায় অবিকল মিলে যায়।
3
পরবর্তী কাজতো সোজা, এই সাইটে যে ফন্টটি খুজে পেয়েছেন সেটি ফ্রি ডাওনলোড করতে পারবেন না। ফন্টের নামটি কপি করে গুগলে সার্চ দিন, আশা করি একটু কষ্ট করে খুজলেই ফ্রিতে ডাওনলোড করে নিতে পারবেন কাঙ্খিত ফন্টটি।

0 মন্তব্য(গুলি)

পরিশ্রম ছাড়া অটোমেটিক ক্লিক করুন।(১ মেগা সফটওয়্যার)

আশাকরি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম অটোক্লিক এর সফ্টওয়্যার। আজ অনেক খুজে বের করে আপনাদের সাথে শেয়ার করছি। শুধু সফ্টওয়্যারই নয়; সেই সাথে কিভাবে এটা কাজে লাগাতে হয় তাও বলবো।
প্রথমে নিচের দেওয়া লিংক থেকে মাত্র ১ মেগাবাইটের সফ্টওয়্যারটি ডাউনলোড করে ইনষ্টল করে ফেলুন স্বাভাবিক নিয়মেই।
* কোথায় ক্লিক করতে চান আগে সেটা নির্বাচন করুন (চিত্রে * চিহ্নিত Tree আইকনে)
> এজন্য আপনাকে ১ নং Set Pos এ ক্লিক করে ঐ Tree আইকনে ক্লিক করে কিছুক্ষন মাউজ ওখানেই রেখে দিন (২-৩ সেকেন্ড;ডিসপ্লে না আসা পর্যন্ত)
> ২ নং এ দেখতে পাবেন পজিশন অর্থাৎ মাউস পয়েন্টটা কোথায় ছিল।
> ৩ নং এর Add 2 Script এ ক্লিক করুন।
> এবং ৪ নং - Left mouse click এ ক্লিক করুন।
> ব্যাস কাজ শেষ, দেখেনিন ৬ নং থেকে প্রথম বাটন সেট করা হয়েছে অর্থাৎ F5 প্রেস করলে এই স্ক্রীপটি অটো কাজ করবে। তারমানে আপনি কীবোর্ড থেকে F5 চাপলে অটো Tree আইকনটি সিলেক্ট হবে।
*******************************************
এবার দেখে নিন কিভাবে ডাবল ক্লিক এ রুপান্তর করবেনন।
> আগের কাজটুকু করার পর আবার ১ নং Set Pos এ ক্লিক করে ঐ Tree আইকনে ক্লিক করে কিছুক্ষন মাউজ ওখানেই রেখে দিন (২-৩ সেকেন্ড;ডিসপ্লে না আসা পর্যন্ত)
> ২ নং এ দেখতে পাবেন পজিশন অর্থাৎ মাউস পয়েন্টটা আগের পজিশনে আছে কি না ?
> যদি আগের পজিশনে থাকে তবে ৩ নং- এর Add 2 Script এ ক্লিক করুন। (সামন্য পজিশন পরিবর্তন হলে সমস্যা নাই)
> এবার ৫ নং এ Press Enter এ ক্লিক করুন।
হা হা হা, এবার F5 প্রেস করে দেখুন; পুরো Tree ফাংশনটিতে অটো ডাবল ক্লিক হয়ে রান করছে।
ডাউনলোড কবুন
0 মন্তব্য(গুলি)

যারা ইন্টারনেট মোবাইল ও ফেবুর অতিমাত্রায় আসক্তির জন্য পড়ালেখা করা দুষ্কর হয়ে গেছে অথবা পড়ালেখায় প্রবলেম করছে বলে মনে করছেন তাদের জন্য আমার এই টিউন…

অনেক দিন পর টিউন করতে আসলাম... সবাইকে আমার সালাম... আসসালামুয়ালাইকুম অয়া রাহমাতুল্লাহ...। বিজয়ের মাসে সবাইকে জানাই আমার বিজয়ের রক্তিম শুভেচ্ছা...
প্রায় ব্যস্ত থাকার কারনে আগের মত টেকটিউনসে আসতে পারিনা। যাইহোক কাজের কথায় আসি...।
আপনি যদি পড়ালেখায় মনযোগী হতে চান তাহলে আমার কিছু ট্রিপ্স অনুসরন করে দেখতে পারেন । আর এই জন্য পড়া লেখার আগে আপনাকে একঘন্টার একটা প্রস্তুতি নিতে হবে।
আপনি যেহেতু একজন স্টুডেন্ট সেহেতু আপনার আপাদত প্রধান উদ্দেশ্য হচ্ছে পড়া লেখা করা। আর যাই করেন না কেন আপনার সবই পড়ালেখাকে কেন্দ্র করে আবর্তিত হতে হবে...
    পড়ালেখার এক ঘণ্টাপূর্ব প্রস্তুতিসমুহঃ
  • ১. পড়ালেখার এক ঘণ্টা আগে আপনার প্রয়োজনীয় কাজগুলো সেরে নিন।
  • ২. তারপর ইন্টারনেট এ আসুন, টেকটিউনস চেক করে নিন। কি টিউন আসলো দেখে নিন। ভাল লাগলে প্রিয়তে রেখে চলে যান। (পড়ালেখার পর সময় করে পড়ে নিবেন)
  • ৩. তারপর ফেবুতে আসেন। কারও সাথে একটু চ্যাট করে নিতে পারেন। স্ট্যাটাস ও ফটো আপলোড কোনটাই দিবেন না। তাহলেই সব প্ল্যান মাঠে মারা যাবে। কিছুক্ষন ব্রাউজ করুন আদাঘন্টার মধ্যে টেকটিউনস ও ফেবু এক্সিট করুন।
  • ৪. কম্পিউটারটা অফ করে দেন।
  • ৫. যাদের সাথে আপনার ফোনে কথা বলা দরকার তাদের সবার সাথে দশ মিনিটে কথাবার্তা সেরে নিন। মোবাইল থেকে নেট ইউস করলে সাইলেন্স করে একটু চোখের আড়ালে রাখেন। যদি পারেন ভাইবেরেশনও বন্ধ করে দিতে পারেন।
  • ৬. তারপর একটা কাগজ বা নোট প্যাডে আপনার পড়ালেখার একটা শিডিউল নোট করেন... যাতে লেখাপড়ায় আপনার একাগ্রতা বৃদ্ধি পায়।
    আপনার দরকার ও শিডিউল অনুসারে পড়ুন ।
  • ৭. পিসি খোলা রাখা খুব একান্ত জুরুরী হলে পড়তে পড়তে অপ্রয়োজনীয় ভাবে মনিটরের দিকে তাকানো থেকে বিরত থাকুন।
পড়ালেখা শেষ করে প্রশান্ত মন নিয়ে টেকটিউনসে, ফেবুতে এসে যান... টেকটিউনসর ফেবুর পক্ষ থেকে আপনাকে স্বাগতম । আপলোড, স্ট্যাটাস , পোস্ট করে শেয়ার করুন... আমরা তো লাইক দেয়ার জন্য আছি।।
উপরের ট্রিপ্সগুলো এই ভাবে পাঁচ দিন এপ্লাই করেন... দেখবেন ফেবু টেকটিউনস মোবাইল আপনার সাথে দুশমনি করবেনা। বরণ ভালো বন্ধু হয়ে যাবে...
পোস্টটা কেমন হল জানি না ... তবে আমি আমার এই ট্রিপ্স গুলো এপ্লাই করে ভালই সুফল পাচ্ছি... আপনারাও ট্রাই করেন... আর হ্যা... কোন প্রকার মস্তিস্ক চাপ নিয়ে পড়ালেখা করা মটেই উচিত নয়, এই ক্ষেত্রে আপনি আপনার প্রবলেম পারসনাল ডাইরিতে লিখে রাখতে পারেন... অথবা একটা কাগজে বার বার লিখে পুডে পেলতে পারেন..
1 মন্তব্য(গুলি)

প্রোগ্রামিং প্রেমীরা দেখুনতো এই পি ডি এফ ২ টা আপনাদের কাজে লাগে কি না!!

আস্ সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহুর রহমতে ভাল আছেন। আমিও ভাল আছি।আমি আজ আপনাদের কাছে আমার নিজের সংগ্রহ করা কিছু প্রোগ্রামিং সোর্স কোড শেয়ার করব।আমি এই কোড গুলো সংগ্রহ করে পি ডি এফ আকারে বই বানিয়েছি। বই গুলো শুধুমাত্র সোর্স কোডের উপর। সুতরাং এই গুলো তাদের জন্যই বেশি উপকারী হবে যারা প্রোগ্রামিং মোটামুটি জানেন।আর কথা বাড়াবোনা। এবার বইএর লিংক গুলো শেয়ার করি
১। Batch Programming সম্পর্কিত বইটা ডাউনলোড করুন  এখান" থেকে।
২। C Programming সম্পর্কিত বইটা ডাউনলোড করতে এখানে Click করুন।
বই ২ টা কেমন হয়েছে জানাবেন।ভাল হলে কমেন্ট কইরেন।আর যদি ভাল না হয় তাহলে কমেন্ট না করে মাফ করে দিয়েন। আপনাদের দোয়া থাকলে আমি আরও সুন্দর পোস্ট শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ্‌।
ধন্যবাদ সবাইকে।
0 মন্তব্য(গুলি)

২ টি কোরিয়ান মুভি আপনার অবশ্যই দেখা উচিত

বাংলাদেশে কোরিয়ান মুভির ভক্ত  ভালোই আছে । কিন্তু তার তুলনায় মুভিখোরদের সংখ্যা অনেক গুণ বেশি । অনেক মুভি পাগল , ভালো এবং ভিন্নধর্মী মুভি দেখতে পছন্দ করেন । কিন্তু হলিউড এবং বলিউড সে চাহিদা পুরোপুরি মেটাতে পারে না । তাই তাদের অন্য মুভির খোঁজ করতে হয় । তাই তারা অন্য দেশের মুভি দিকে তাকায় ।
আমার মতে  , কোরিয়ান মুভি  তাদের ভালো লাগবে । কোরিয়ান মুভির ভালো মানের জন্যই দিন দিন কোরিয়ান মুভির ভক্ত বাড়ছে । কিন্তু অনেক মুভি পাগলেরা  কোরিয়ান মুভি সম্পর্কে জানেন না । আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি , কোরিয়ান মুভি যদি একবার দেখা শুরু করেন তাহলে খালি দেখতে ইচ্ছা করবে ।
আমরা আগে শুনতাম যে , বাংলাদেশীরা অমুক মুভি নকল করেছে । ইন্ডিয়ান মুভি অমুক হলিউড মুভি নকল করেছে । নকল বলে মনে হয় অপমানিত করলাম । ক্ষমা করে দিবেন । নকল না , ভালো লেগেছে তাই অনুরুপ করে বানিয়েছে । ঠিক সেই রকমই হলিউড একটি কোরিয়ান মুভির অনুরুপ একটি মুভি বানাচ্ছে , নাম অপরিবর্তিত রেখে । অনেক কথা বলে ফেললাম , এখন কাজের কথায় আসি ।

১ । ওল্ড বয় (২০০৩)

মুভিটি ২০০৩ এ  মুক্তি পায় । মুভিটির imdb রেটিং ৮.৪ । কিন্তু আমার রেটিং ৯  এবং এটা আমার দেখা সেরা কোরিয়ান মুভি  । মুভিটি দেখার বয়সসীমার  রেটিং হলো R । মুভিটি তিনটি বৈশিষ্ট্য রয়েছে , টা হলো ড্রামা , থ্রিলার এবং রহস্য । মুভির ঘটনা গড়ে উঠেছে মুভির মূল চরিত্র হো ডা সু কে নিয়ে ।  ওহ ডা সু কে কোনো কারন ছাড়াই তার কিডন্যাপার ১৫ বছর জেলে আটকে রাখে । এবং জেলটি ছিলো একটি হোটেলের মতো ।
১৫ বছর পর তাকে ছেড়ে দেওয়া হয় । ছাড়ার পর হো ডা সু  তার কিডন্যাপারের কাছ থেকে কল পায় । কিন্তু কিডন্যাপার তাকে কেন ১৫ বছর আটকে রাখার কারন বলতে অস্বীকৃতি জানায় ।

ডাউনলোড লিংক





২ । নিউ ওয়ার্ল্ড (২০১৩)

মুভির মূল চরিত্র জা সুং  একজন আন্ডারকভার পুলিশ অফিসার । সে গোল্ডমুন গ্যাং এর একজন অন্যতম ব্যক্তিত্ব । হঠাৎ গোল্ডমুনের প্রধান নিয়ন্ত্রক মারা যায় । তারপর গোল্ড মুনের নতুন পরিচালক নির্বাচনে দরকার পড়ে । গোল্ড মুনের প্রধান হওয়া নিয়ে জা সুং এর ঘনিষ্ঠ বন্ধু জেওং ছেওং এর সাথে লি জাং এর শত্রুতা বাঁধে । হঠাৎ ঘটনা অন্য দিকে মোড় নেয় । জা সুং এর রিপোর্ট অনুসারে  জা সুং এর সহকর্মী সিক চই ,  লি জাংকে গ্রেফতার করে । লি জাং মনে করে জেওং ছেওং এর জন্য তাকে বন্ধি হতে হয়েছে । ঘটনা তীব্র আকার ধারন করতে থাকার মাঝখানে জেওং ছেওং আবিষ্কার করে জা সুং একজন আন্ডারকভার কপ । ফলে ঘটনা আবারো অন্য দিকে মোড় নেয় ।
মুভির অ্যাকশান গুলো আমার কাছে অসাধারন লেগেছে । সাথে রয়েছে চমৎকার থ্রিলার ভাব । ফলে এটিও একটি অসাধারন মুভি  । আর ঘটনা  বার বার অন্যদিকে ঘুরে যাবে , তা দেখে আপনারা অনেক মজা পাবেন ।

ডাউনলোড লিংক




0 মন্তব্য(গুলি)

আজ আপনাদের মাঝে এবার হাজির হলাম এক গাদা ই- বুক নিয়ে।

আমার পূর্ব পোস্ট এর পর আজ  আপনাদের মাঝে হাজির হলাম কিছু শিক্ষণীয় দেশি লেখকদের বই নিয়ে। বই গুল হল রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, হুমায়ুন আহমেদ ও মাসুদ রানা সিরিজ।
তাই আর দেরি কেন? এখনি ডাউনলোড করুন আপনার প্রিয় বই :)
ডাউনলোড লিঙ্কঃ
রবীন্দ্রনাথ ঠাকুর এর বই 
কাজী নজরুল ইসলাম এর বই 
হুমায়ুন আহমেদ এর বই
সত্যজিৎ রয়
0 মন্তব্য(গুলি)

ছোট একটি সফটওয়ার দিয়ে আপনার ছবি রিসাইজ করুন

ক্যামেরা কিংবা মোবাইলে আজকাল ছবি তোলা খুবই সহজ, চোখের পলকেই ছবি তুলে ফেলা যায়। কিন্তু এই সকল ছবি নানান সাইজের এবং নানান আকারের। কাজে বা ব্যবহারের সময় এই সকল ছবির সাইজ পরিবর্তন করতে হয়। অনেকে এই সহজ কাজটা করতে পারেন না। ফলে ব্যবহারের সময় ছবির সাইজ বিড়ম্ভনার কারন হয়। খুব সহজে আপনি আপনার ছবির সাইজ আপনার প্রয়োজনের সাইজে করে ফেলতে পারেন।
আমি একটা বিষয় লক্ষ্য করেছি, আমাদের অনেক ব্লগার ছবি সাইজ ঠিক করতে পারছেন না। একই পোষ্টে নানা সাইজের ছবি দিয়ে তিনি নিজে যেমন লজ্জা (!) পাচ্ছেন তেমনি আমাদেরও চোখের ১২টা (!) বেজে যাচ্ছে। নানা সময় নানা ব্লগার এ ব্যাপারে জানতে চান, কি করে ছবি রিসাইজ করে সুন্দর করে ছবি পোষ্ট দেয়া যায়।
ছবি রিসাইজ/ ছবির ফরমেট পরিবর্তনের নানা সফটওয়্যার এ দুনিয়াতে আছে। ফ্রীতে কিংবা টাকা দিয়ে কেনা যায়। তবে আমি যেহেতু সহজ অপারেট, টাইম সেইভ এবং টাকা নিয়ে মাথা ঘামাই তাই আজ আপনাদের আমি এমন একটি রিসাইজ ও রিফরমেট করার সফটওয়্যারের খোজ দিব (অন্য ভার্সান টাকা দিয়ে কিনতে হয়)। এই ভার্সানটি/ ইঞ্জিনটা ফ্রী! যা আমি অনেক দিন ব্যবহার করে উপকার পেয়েছি! আপনিও উপকার পেতে পারেন। তবে উপকার পেয়ে আমাকে ধন্যবাদ দিতে ভুলবেন না।
এখান থেকে ডাউনলোড করুন
সফটওয়্যারটি ইন্সটল করে রান করুন। ব্যস – ডান বাম, উপর নীচের মেনু গুলো দেখুন। কত সোজা। আর কি চাই। প্রান খুলে মজা লুটুন। নিম্মে ছবি দেখনু -
তবে ছবি রিসাইজ করাতে একটু বুদ্দি খাটাতে হবে। ইঞ্চি, পিক্সেল নাকি সিএম! শুধু রিসাইজ করে ছবির ১২টা বাজাবেন না। একটু হিসাব করে কাজটা করতে হবে। অঙ্কের খেলা। দুইভাবে এ সফটওয়্যার ব্যবহার করে ছবি রিসাইজ করতে পারেন। একটা অটোমেটিক অন্যটা নিজের ইচ্ছা মত। নিম্মে একটা নমুনা দেখুন!
ছবিটা ভাল, সব পড়া যাচ্ছে!
ছবিটা ছোট, সব পড়া যাচ্ছে না! বে সাইজ!
0 মন্তব্য(গুলি)

অদৃশ্য ফোলডার তৈরী করুন without any software

১:প্রথমে একটি ফোলডার তৈরি করুন
২:এবার ফোলডার টি রিনেম করুন এবং new folder লেখাটি হাইলাইট করা অবস্হায় ALT +0160 চাপুন।তারপর enter চাপুন।দেখবেন নামহীন ফোলডার তৈরি হয়েগেছে।

বি:দ্র:নামহীন ফোলডার তৈরি হয়েগেছে।এখন আমরা অদৃশ্য ফোলডার তৈরী করব।
৩।এখন ফোলডার এর properties এ গিয়ে change icon এ কিলিক করুন।

৪।এখন নিচের চিত্র অনুযায়ী ঐ অদৃশ্য icon টি তে click করুন।

৫।আর OK করে বেরিয়ে আসুন এবং দেখুন আপনার ফোলডার টি অদৃশ্য হয়ে গেছে
৬।এখন ফোলডার এর উপর cursor রাখলে বুঝা যাবে যে সেখানে কোনো ফোলডার আছে।

৭।আর cursor না রাখলে ফোলডার টি আদৃশ্য হয়ে থাকবে
0 মন্তব্য(গুলি)

কোন সফটওয়্যার ছাড়াই পিসির আইপি এড্রেস পরিবর্তন করুন……

আজকে আমরা দেখব কিভাবে কোন সফটওয়্যার ছাড়াই পিসির আইপি এড্রেস পরিবর্তন করতে হয়।প্রথমে আপনাদেরকে http://freeproxylists.net/ এই সাইট এ যেতে হবে।তারপর যেই পেজটা আসবে সেখান থেকে আইপি এড্রেস ও পোর্ট নাম্বার নিয়ে নিতে হবে।এরপর আপনার নিজের ব্রাউজার এর প্রক্সি সেটিং এ জান।এবার http://freeproxylists.net/ এই পেজ থেকে নেওয়া আইপি এড্রেস ও পোর্ট নাম্বার প্রক্সি সেটিং এর আইপি এড্রেস ও পোর্ট নাম্বেরের জায়গায় বসিয়ে দিতে হবে।হয়ে গেল আপনার  আইপি এড্রেস পরিবর্তন এর কাজ............

0 মন্তব্য(গুলি)

এন্ড্রোয়েড এ ফাইল ও ফোল্ডার ট্রান্সফার করুন ৫ MBps স্পিড এ !!

আসসালামু ওয়ালাইকুম বন্ধু রা ! কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন…
তাহলে শুরু করা যাক ! আজ কের পোস্ট টি এন্ড্রোয়েড এর একটি অসাধারন ট্রান্সফার এপ নিয়ে !
নাম ঃ Super Zapya
সাইজঃ ৪.৪ এমবি
বর্ণনা ঃ
১) এই এপ টির মাধ্যম এ অন্য এন্ড্রোয়েড এ ফাইল এমনকি ফোল্ডার সেন্ড করা যায় ৫ এমবিপিএস স্পিড এ যা অন্য এপ করতে পারে না !
২) এই এপ টি’তে ট্রাফিক খুব এ কম !
৩) No Need Of Data or Wifi !
৪) এই এপটির নিজস্ব ফাইল এক্সপ্লোরার আছে যার মাধ্যমে সহজে ডিভাইস এর এপ, মিউজিক, ভিডিও, ডকুমেন্ট সেন্ড করা যায় !



Link:
https://db.tt/jygUke0T
Or
http://tvin.me/zapya
0 মন্তব্য(গুলি)

কোন নেট সেটিং ছাড়া ফ্রী নেট চালান ৪টি সিমে(জিপি ,বাংলালিংক, এয়ারটেল, টেলিটক) গিগা টিউন

আসসালামুআলাইকুম , অনেকদিন ধরে টিউন লেখবো লেখবো করে হয়ইনা , তাও লেখতে বসে গেলাম … আসা করছি সবাই ভাল আছেন , আর কথা না বাড়িয়ে মুল টিউনে চলুন।
এই ট্রিক শুধু জিপি ,বাংলালিংক, এয়ারটেল, টেলিটক এ হবে ।এটা ইউস করতে কোন নেট সেটিং করা লাগবে না ।নকিয়া ডুয়াল সিম ও সহ সকল মোবাইলে হবে
অফিসিয়াল সেটিং দিয়ে চালাতে পারবেন নিচে থেকে অপেরা টা ডাউনলোড করুন । তারপর অপেরা ইনস্টল করার সময় enorr দেখালা acepet দিন । address bar এ 0.facebook.com এ যান । এই অপেরা দিয়ে অন্য সাইটে অথবা এডড্রেস যেতে ফেসবুকের কোন পোষ্টে গিয়ে যে সাইটে যেতে চান তার লিংক দিন এরং লিংক ক্লীক দিয়ে contiune যেতে পারবেন । অন্য সাইটে গেলে back দিবেন না এতে পরে enorr দেখাবে।

Opera Download

জিপি সিম দিয়ে bookmark এর ফেসবুক গিয়ে ছবি দেখে ফেসবুক চালাতে পারবেন ।তাছাড়া অন্য সিম ব্যবহারকারি 0.facebook.com এর m.facebook.com গিয়ে ছবি দেখে চালাতে পারবেন
অপেরা ৪ দিয়ে ডাউনলোড হবে না । তাই অপেরা দিয়ে ডাউনলোড করতে পারবেন । বড় ফাইল ডাউনলোড করতে www.soloxy.comঅথবা www.highwayproxy তে যান
0 মন্তব্য(গুলি)

গেমিং হাউজ(পর্ব-৫) Moto GP 13 (PC)

এর ডেমো জুন মাসের ১২ তারিখে রিলিজ হওয়ার কথা থাকলেও তা প্রকাশ করা হয় ১৬ তারিখে। প্লেস্টেশন ৩ এর ও ১২ তারিখে রিলিজ হওয়ার কথা থাকে কিন্তু রিলিজ হয় ১৯ তারিখে :( এটি তেমন বিশেষ কোনো গেম না ছোট একটি মোটামুটি গেম তাই এর সম্পর্কে অত বিস্তারিত লেখাও সম্ভব নয়! এটি আপনি সিঙ্গেল প্লেয়ার,মাল্টিপ্লেয়ার এবং মাল্টিপ্লেয়ার অনলাইনে খেলতে পারবেন :) এটি মুক্তি পেয়েছে উইন্ডোজ,প্লেস্টেশন ভিটা,প্লেস্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০ এর জন্য। এটিকে একটি সিমুলেটর ও বলা যেতে পারে! এখানে Grand Prix, World Championship, Career এবং Time attack ভিন্ন ভিন্ন মোড রয়েছে।
এখানে আপনি প্র্যাক্টিস ও করতে পারবেন :D এখানে আপনাকে পয়েন্ট সংগ্রহ করতে হবে। আপনার জন্য রয়েছে এখানে ৪০ জিপি লেভেল।আমার সব গুলো পার করা শেষ। তেমন একটা কঠিন গেম নয় এটি :mrgreen:
http://driversnest.com/images/MotoGP-13-guides-to-solve-issues.jpg

বিস্তারিতঃ

নির্মাতাঃ
মাইলস্টোন
প্রকাশকঃ
PQube
ধরনঃ
মটরসাইকেল রেসিং সিমুলেটর
মোডঃ
সিঙ্গেল,মাল্টি,মাল্টি অনলাইন
প্ল্যাটফর্মঃ
পিসি,পিএস৩,পিএসভিটা,এক্সবক্স৩৬০

কমপক্ষে কনফিগারেশন থাকা চাইঃ

* Operating System: Windows XP / Windows Vista / Windows 7
* Processor: Intel Dual Core @ 2.4 GHz or higher
* Memory: 1 GB of RAM (2 GB for Vista & Win 7)
* Graphics Card: 512 MB (Nvidia GeForce 7900) Pixel Shader 3.0
* Hard Disk: 14 GB free disk space
* Sound Card DirectX® compatible
* DirectX® 9.0

উপরোক্ত কনিফাগারেশন না থাকলে গেমটি খেলতে পারবেন না.....

ভালোভাবে খেলতে হলেঃ

OS: Windows®XP™ SP2, Windows®Vista™, Windows®7, Windows®8
Processor: Intel™ Core 2 Duo / AMD™ Athlon 64 X2 or higher.
Memory: 4 GB RAM
Hard Disk Space: 7 GB HD space
Video Card: NVIDIA® GeForce™ 9000 series or higher, AMD® Radeon™ HD4000 series or higher (it must be able to manage Pixel Shader 3.0) with at least 1GB of display memory.
Additional: Broadband Internet connection
স্ক্রীনশটসঃ
http://megagames.com/sites/default/files/game-images/MotoGP%2013%201.jpg
http://www.pcgames.de/screenshots/original/2013/06/MotoGP_13_PS3__4_-pc-games.jpg
http://i1-games.softpedia-static.com/screenshots/MotoGP-13-Top-Riders-Pre-Order-Trailer_1.jpg
http://thevitalounge.net/wp-content/uploads/2013/06/2013-06-28-220458.jpg
http://i1.minus.com/ibe6CVFgsrqsdS.jpg
http://www.abc.net.au/abc3/goodgamesp/img/20130727_moto_512.jpg
http://www.teamvvv.com/assets/js/ckeditor/kcfinder/upload/images/906531_321175531342269_356240373_o.jpg
http://itfgaming.s3.amazonaws.com/2013/07/MGP-13-2.jpg

ডাউনলোড লিঙ্কঃ

http://kickass.to/motogp13-reloaded-t7536076.html
0 মন্তব্য(গুলি)

Andriod মজা [পর্ব-১৫ :: বিজয়ের মাস উপলক্ষে Android এর জন্য নিয়ে নিন বাংলা কিছু Apps (একদম ফ্রিতে)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আমরা বাঙ্গালী আমাদের মাতৃভাষা বাংলা, আর বাংলাতে যদি Android Apps গুলো হয় তাহলে তো আর কোন কথা নেই, পড়তে ভাল লাগবে।
তাহলে আসুন দেখে নিই বাংলাতে এক এক করে Android ফোন এর জন্য Apps গুলো।
১। Bangla Bani / বাংলা বানী এই বাংলা বানীতে রয়েছে মনীষীদের সুন্দর সুন্দর বাণী, যা আমাদের খুবই দরকার আছে কোরআন/ হাদীসের বানী, আরো অনেক কিছু ডাউনলোড করে নিন তাহলে বুঝতে পারবেন।

২। কবিতা সমগ্রঃ অনেক কবি যার কবিতা আমরা পাইনি এই Apps রয়েছে অনেক গুলো কবিতা, সাথে রয়েছে কবিতের ছবি ও নাম। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

৩। BanglaRecipe এখান কিভাবে বিভিন্ন প্রকার রান্না করা যায় তার নিয়মসহ দেওয়া আছে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

৪। Bangla News পত্রিকা পড়ার জন্য, এই Apps টি অনেক কাজের, ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

৫। অ Okkhor এই Apps দ্বারা আমাদের ছোট –ছেলে মেয়েকে সুন্দর ভাবে বাংলা অক্ষর শিখানো যাবে, , ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।
0 মন্তব্য(গুলি)

Andriod মজা [পর্ব-১৫ :: বিজয়ের মাস উপলক্ষে Android এর জন্য নিয়ে নিন বাংলা কিছু Apps (একদম ফ্রিতে)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আমরা বাঙ্গালী আমাদের মাতৃভাষা বাংলা, আর বাংলাতে যদি Android Apps গুলো হয় তাহলে তো আর কোন কথা নেই, পড়তে ভাল লাগবে।
তাহলে আসুন দেখে নিই বাংলাতে এক এক করে Android ফোন এর জন্য Apps গুলো।
১। Bangla Bani / বাংলা বানী এই বাংলা বানীতে রয়েছে মনীষীদের সুন্দর সুন্দর বাণী, যা আমাদের খুবই দরকার আছে কোরআন/ হাদীসের বানী, আরো অনেক কিছু ডাউনলোড করে নিন তাহলে বুঝতে পারবেন।

২। কবিতা সমগ্রঃ অনেক কবি যার কবিতা আমরা পাইনি এই Apps রয়েছে অনেক গুলো কবিতা, সাথে রয়েছে কবিতের ছবি ও নাম। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

৩। BanglaRecipe এখান কিভাবে বিভিন্ন প্রকার রান্না করা যায় তার নিয়মসহ দেওয়া আছে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

৪। Bangla News পত্রিকা পড়ার জন্য, এই Apps টি অনেক কাজের, ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

৫। অ Okkhor এই Apps দ্বারা আমাদের ছোট –ছেলে মেয়েকে সুন্দর ভাবে বাংলা অক্ষর শিখানো যাবে, , ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।
0 মন্তব্য(গুলি)
 
Powered By : Rayhan | RAJOTTO.COM | raihan@timepass.com
Copyright © 2013. We_Sure - All Rights Reserved
এই ধরণের ব্লগ তৈরী করতে এখনি যোগাযোগ করুন
017-561-561-86 raihan@timepass.com